যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি সতর্ক করে বলেছেন, দেশে সামনের সপ্তাহগুলোতে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের প্রকোপ ব্যাপকভাবে বাড়তে পারে। দেশটিতে থ্যাংক সগিভিং ডের ছুটি কাটিয়ে লাখ লাখ মানুষ ঘরে ফিরছে।
তিনি বলেন, এখনও কিন্তু খুব বেশি দেরি হয়ে যায়নি। যারা সফরে আছেন তারা মাস্ক পরে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে নিজেদের রক্ষা করতে পারেন।
এবিসি টিভির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্থনি ফাউসি বলেছেন, ‘লোকজনকে ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়। তবে এটাই বাস্তবতা।’
ফাউসি বলেছেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণ বাড়বে। ভ্রমণ ও উৎসবের কারণে সংক্রমিত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।