আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ এসোসিয়েশন আয়োজিত ‘একুশের ডাকে’ ভার্চুয়াল কনফারেন্স। আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে এ আয়োজন।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, লায়লা হাসান, হাসান ইমাম, শ্রেয়া গুহাঠাকুরতা ও লুৎফর রহমান। উপস্থাপনায় থাকবেন কবির কিরণ।
চমৎকার এ আয়োজনটির মিডিয়া পার্টনার টাইম ২৪ এবং কো-মিডিয়া পার্টনার এফএম৭৮৬।