২০২১ সালের একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের ভাচুর্য়াল নয় বরং, বরাবরের মতোই নজরকাড়া আয়োজনেই হবে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে এ তথ্য।
অস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার জন্য এবার সময় পরিবর্তন হয়েছে। শেষ পর্যন্ত ২০২১ সালের ২৫ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে। সেসময় বসন্তকাল থাকায় করোনাভাইরাসের প্রকোপও কম থাকবে। তাই, ৭৩-তম আসরে কোন সমস্যা হবে না বলে প্রত্যাশা কর্তৃপক্ষের।
ঐতিহ্য অনুযায়ী, লস অ্যাঞ্জেলসের সাড়ে ৩ হাজার আসনের ডলবি থিয়েটারে হয় একাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজন। তবে এবার তাতে ব্যতয় ঘটতে পারে। কারণটা জানা। তাহলো করোনা। তাই স্বাস্থ্যবিধি মানার স্বার্থে কমতে পারে অতিথি সংখ্যা।