ইন্সটাগ্রামে যুক্ত হলো ‘রিলস’ ও ‘শপস’ ট্যাব বাটন। এর মাধ্যমে রিলস এ স্বল্প ও মজার মজার ভিডিও দেখার পাশাপাশি শপস এর মাধ্যমে নামীদামী ব্র্যান্ডের পণ্য কেনাকাটা করতে পারবেন ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা।
সম্প্রতি এ তথ্য জানান ইন্সটাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি। মোসেরি বলেন, ইন্সটাগ্রামে আমাদের নজর সবসময় যুব সম্প্রদায় এবং কনটেন্ট নির্মাতাদের দিকে থাকে কারণ তারাই ঠিক করে দেন যে, হালের ট্রেন্ড কী হবে। আমাদের চারপাশে পরিবর্তন খুব দ্রুত হচ্ছে। এ বছর করোনাকালীন সময়ে আমরা ছোট ছোট ভিডিওর প্রতি ব্যবহারকারীদের বেশ আগ্রহ দেখেছি। একই সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক কেনাকাটা অনলাইনে হতে দেখেছি আমরা।