আলো-ছায়া রেস্টুরেন্ট প্রযোজিত ধর্মীয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা প্রতি শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটি দেখা যাবে এনটিভির পর্দায়। সেইসাথে দেখা যাবে এফএম-৭৮৬’র ইউটিউব ও ফেসবুক লাইভে।
অনুষ্ঠানের সঞ্চালনায় আছেন ইমদাদ উল্লাহ আনছারী এবং অতিথি হিসেবে রয়েছেন মুফতি ওয়লিদ আল মাদানি।আপনার জিজ্ঞাসার গর্বিত স্পন্সর মালয়েশিয়ার আলো-ছায়া রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর রাসেল রানা। অনুষ্ঠানটি নিউইয়র্ক সময় সকাল ৯ টা, বাংলাদেশ সময় রাত ৮ টা এবং মালয়েশিয়া সময় রাত দশটায় প্রচারিত হচ্ছে।