কর্মীদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে নিউইয়র্কের শিক্ষা বিভাগের ২৭২টি ভবন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা ভবন ও ডে কেয়ার সেন্টার। শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার কারণে কোনো না কোনো সময় বন্ধ ছিলো, এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৭৭৭টি।
এছাড়া শিশুদের জন্য ব্যবহৃত প্রায় ৩ হাজার ভবনের ওপর নজরদারি চালাচ্ছে কর্তৃপক্ষ। এসবের মধ্যে অনেক ঐতিহ্যবাহী পাবলিক স্কুলও রয়েছে।