উদ্বেগজনকহারে করোনার প্রকোপ বাড়ছে নিউইয়র্কে। ছোবল লেগেছে বাঙালি কমিউনিটিতেও। এরইমধ্যে কয়েকশ বাংলাদেশি সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে আছেন তিন জনপ্রিয় কণ্ঠশিল্পী। তারা হলেন-বেবী নাজনীন, রিজিয়া পারভীন ও ক্লোজআপ ওয়ানখ্যাত গায়িকা শশী।
কিছুদিন আগে কুইন্স প্যালেসে একটি শোতে যোগ দেন এই তিন কণ্ঠশিল্পী। সেখান থেকেই তারা সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিউইয়র্কের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান জানান, কিডনী জটিলতায় নিউজার্সির একটি মেডিকেল সেন্টারে প্রথমে ভর্তি করা হয় ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত শিল্পী বেবি নাজনীন। পরে সেখানে করোনার নমুনা দেন তিনি। এতে, তার শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে।
তবে বেবি নাজনীন সুস্থ আছেন এবং সবার কাছে তিনি দোয়া চেয়েছেন বলে জানান আলমগীর খান। বাকিরাও সুস্থ আছে বলে জানা গেছে।