ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর নিয়ন্ত্রণাধীন ‘ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা’ (আইসিস্কো)-এর বিশ্ব ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় সারা বিশ্বের অন্তত ৬৬ টি স্থান নতুন করে অন্তর্ভূক্ত হয়েছে। সৌদি গণমাধ্যম এসপিএ-এর তথ্যমতে, নতুন এ তালিকার ২২ টি স্থান যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, ফিলিস্তিন, ইয়ামেন, মরোক্কো এবং ওমানে অবস্থিত। এছাড়া নতুন এ তালিকায় অবশিষ্ট ৪৪ টি স্থান নির্বাচিত হয়েছে ওমান, ইরাক, বুর্কিনা ফাসো, জর্দান এবং কুয়েত থেকে।
আইসিস্কো এক বিবৃতিতে জানায়, সংস্থাটির বিশ্ব ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্য কমিটির তৃতীয় ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তা ছাড়া এ সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত ওই সভায় প্রতি বছর বিশ্ব ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্য মাস উদযাপনের পাশাপাশি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ জারি করা হয়েছে।
এরমধ্যে আজারবাইজানের নাগারানো-কারাবাখ অঞ্চলের বিশ্ব ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্যমন্ডিত স্থান এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহে বিগত সময়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে-তা পর্যালোচনা করতে সংস্থাটির জেনারেল সেক্রেটারিয়েটকে একটি বিশেষ কমিটি গঠনের আহবান জানানো হয়। এছাড়া আইসিস্কোর তরফ থেকে ‘রোড্স দ্য ফিউচার’ নামকরণে ডিজিটাল সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক একটি প্রোগ্রাম চালু করার কথা রয়েছে।