অনন্য সেবা এবং সাফল্যের ধারাবাহিকতায় এবার নিউইয়র্কের বারী হোম কেয়ারের ৬ষ্ঠ শাখার উদ্বোধন শুরু হতে যাচ্ছে।
শিগগিরই রাজ্যের বাফেলোতে (৫৯ ওয়ালডেন এভিনিউ, বাফেলো) কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাঙালি মালিকানায় বারী হোম কেয়ার নিষ্ঠা এবং দক্ষতার সাথে দীর্ঘদিন ধরে কমিউনিটিতে কাজ করে যাচ্ছে। আইন মেনে সহজ পদ্ধতিতে সেবা দিচ্ছে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের।
নিউইয়র্কের জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, লং আইল্যান্ড, ওজোন পার্কে বারী হোম কেয়ারের কার্যক্রম চালু আছে।