ঢাকায় জাতীয় প্রেসক্লাব নির্বাচনে সদ্যবিজয়ী সভাপতি ফরিদা ইয়াসমীন এবং সেক্রেটারি ইলিয়াস খানকে অভিনন্দন জানিয়েছে আমেরিকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)।
সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সেক্রেটারি শহীদুল ইসলাম এবং প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এ সংক্রান্ত এক বিবৃতি দেন। তাতে প্রেসক্লাবের সদস্যদেরকেও ধন্যবাদ জানানো হয়েছে।
ফরিদা ইয়াসমীন প্রেসক্লাবের ইতিহাসে প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। গেল ৩২ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের ২০২১-২২ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।