যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সামছুদ্দীন আজাদ। বর্তমান সভাপতি ড. সিদ্দিকুর রহমান পারিবারিক কাজে দেশে যাওয়ায় এই দায়িত্ব দেয়া হয়েছে তাকে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সংক্ষিপ্ত সফরে দেশে গেছেন ড. সিদ্দিকুর রহমান। যাওয়ার আগে দেশে ফেরার আগ পর্যন্ত সামছুদ্দীন আজাদকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন তিনি।