টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আগুন পোহাতে গিয়ে ৩ নাতি-নাতনিসহ নানীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন- ভিয়েতনাম বংশোদ্ভূত নানী জেকি ফাম এনগোয়েন এবং নাতনি অলিভিয়া (১১), কোকো (৫) এবং নাতি এডিশন (৮)। খবর সিএনএন’র।
২১ ফেব্রুয়ারি রোববার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে হোস্টন শহরতলির এক বাড়িতে এ ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নাতি-নাতনিদের নিয়ে আগুন পোহাচ্ছিলেন জেকি ফাম। হঠাৎ বাড়িতে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তারা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রচণ্ড তুষারপাতের কারণে কয়েকদিন ধরেই বিদ্যুৎ নেই এলাকাটিতে। তাপমাত্রাও হিমাংকের নিচে থাকায় জমে ছিল পানি। সাথে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে দেরি হওয়ায় তাদের উদ্ধার করা যায়নি।