অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার অ্যাসালের ১৩-তম বার্ষিক কনভেনশন ১২ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। করোনার কারণে এবার ভার্চুয়ালি হবে সম্মেলনটি। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।
অ্যাসালের ন্যাশনাল প্রেসিডেন্ট মিসবাহ উদ্দিন এবং ন্যাশনাল সেক্রেটারী মোহাম্মদ করিম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ‘নয়া পরিস্থিতি এবং পরিবর্তনকে স্বাগত’ প্রতিপাদ্যে এবারের কনভেনশন আয়োজন করা হয়েছে। এতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশি-আমেরিকান অ্যাম্বাসেডর ওসমান সিদ্দিকসহ বেশ কয়েকজন কৃতি মানুষকে সম্মাননা জানানো হবে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধ্যাপক ড. মহসিন পাটোয়ারি। বর্তমান প্রেক্ষাপটে করণীয় বিষয়ে বক্তব্য দেবেন মূলধারার নির্বাচিত প্রতিনিধি, শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ এবং অ্যাসালের বিভিন্ন চ্যাপ্টারের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্রে মূলধারায় দক্ষিণ এশিয়ার ৮ দেশীয় ইমিগ্র্যান্টদের একমাত্র সংগঠন অ্যাসাল।