কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে সর্বশান্ত প্রায় ৬শ’ পরিবার পাঁশে দাড়াল বাসমাহ ফাউন্ডেশন। ২১ জানুয়ারি বৃহস্পতিবার নয়াপাড়া ক্যাম্পের এসব হতভাগা বাসিন্দাদের মাঝে বিতরণ করা হয় হাড়ি-পাতিলসহ সংসারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। সাথে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।
আগুন সব কিছু কেড়ে নেয়ার পর থেকে মানবেতর দিন কাটাচ্ছিল রোহিঙ্গারা। সাথে শীত কষ্ট বাড়িয়েছিল আরও। সেটা দেখার পর চুপ থাকতে পারেননি বাসমাহ ফাউন্ডেশন ইউএসএ’র সিইও মীর হোসেন। বাড়ান সহায়তার হাত। নয়াপাড়া ক্যাম্পে একটি টিম পাঠিয়ে তাদের দুঃখ-দুর্দশার খোঁজ-খবর নেন তিনি। এরপর আসবাবপত্রের সাথে কম্বল বিতরণ করা হয়।
বাসমাহ ফাউন্ডেশন ইউএসএ’র সিইও মীর হোসেন জানান, আমরা রোহিঙ্গাদের নিয়ে সর্বোচ্চ কাজ করছি। সবসময় পাশে আছি তাদের। রোহিঙ্গাদের জন্য আমাদের টিম দিন-রাত কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে, দুর্দিনে পাঁশে দাড়ানোর জন্য বাসমাহ ফাউন্ডেশন এবং তার সিইও’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নয়াপাড়া ক্যাম্পের রোহিঙ্গারা।