অবসান ঘটলো টানা ২০ মাসের নিষেধাজ্ঞার। আবারও আকাশে উড়লো মার্কিন বিমান প্রতিষ্ঠানের 'বোয়িং ৭৩৭-ম্যাক্স'। ২ ডিসেম্বর বুধবার ডালাস-টেক্সাস থেকে তুলসা-ওকলাহোমার উদ্দেশ্যে উড্ডয়ন করে বাণিজ্যিক ফ্লাইটটি। খবর আল-জাজিরার।
কর্তৃপক্ষের দাবি-এসময় কোন ত্রুটি দেখা দেয়নি। এমনকি বাধাবিঘ্নের সম্মুখীন হয়নি বিমানগুলো। গেলবছর এই মডেলের দুটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। যাতে প্রাণ হারান সাড়ে ৩শ'র মতো আরোহী। এরই পরিপ্রেক্ষিতে ২০১৯ সালে ব্যাপক নিন্দা-সমালোচনার মুখে পড়ে বোয়িংটি। অনেক দেশই বিমানক্রয়ের চুক্তি বাতিল করে। সাথে, নিষিদ্ধ করা হয় বিমানের চলাচল।