আমরা দেখছিলাম আগ্নেয় জ্বালামুখ
আর লাল হতে হতে কালো হয়ে যাওয়া পোড়ামাটি
স্পর্শের মহিমায় একদা ছুঁয়েছিলাম যে দোঁআশ
তার ভেতর থেকে উপ্ত হয়ে উঠেছিল যে বীজ
তা বনসাই হয়নি , হয়ে উঠেছিল মহিরুহ
অথচ এখন চারপাশে ঢেউখেলানো পাথর
শ্যাওলা লেগে থাকা গা থেকে ছিটকে আসছে গন্ধ
তার ভেতর থেকে উঁকি দিচ্ছে পাথুরে মুখ
পায়ের কাছে নেমে আসছে লাভাস্রোত
আমরা দৌড়াচ্ছি প্রাণপণে
পেছনে জ্বালামুখ , পেছনে লাভাস্রোত
পুড়ে যাওয়া কালোমাটি
আমাদের স্পর্শাতীত পাথরপ্রতিম বৃক্ষের গা থেকে
ছড়িয়ে পড়ছে আগুন
তার পাতায় , শাখায় , ত্বকে শুকিয়ে যাচ্ছে ক্লোরোফিল
ক্রমাগত লেলিহানের ভেতর শুধু গুঁড়িটি বেঁচে আছে
নিরব আর্তনাদের ভেতর আমরা তবু দেখতে পাচ্ছিলাম
জীবনের রং l