• 237

NYPD police officer আজহারুল হক চৌধুরীকে যুক্তরাষ্ট্র যুবলীগের অভিনন্দন

NYPD police officer আজহারুল হক চৌধুরীকে যুক্তরাষ্ট্র যুবলীগের অভিনন্দন

যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা  NYPD police officer আজহারুল হক চৌধুরীকে গতরাত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া সহ যুক্তরাষ্ট্র যুবলীগের নেতৃবৃন্দ তার এই সাহসিকতা এবং আন্তরিকতার জন্য সাংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানান।  এই সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন ও প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, বাবু খান , যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শাহ সেলিম, ফয়ছল আহমেদ , শ্যামল কান্তি চন্দ, জাবের আহমেদ, শেখ সাজু হাসান, মাহবুব চৌধুরী, আরমান আহমদ , শেখ সোহেল, জাকারিয়া মাসুদ, আলম প্রমুখ । উল্লেখ যে যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আজহারুল চৌধুরীর সাহসিকতায় প্রাণে বেঁচে গেছেন মেট্রলিটন ট্রান্সপোর্ট অথোরিটির (এমটিএ) পরিচালক ডেনিস রুশো (৬৫)। আজহারুল নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে এই খবর প্রকাশ করে তাঁর সাহসিকতার প্রশংসা করেছে। তাঁকে সাহসী বীর, হিরো বলে উল্লেখ করেছে। 

আপনার মতামত লিখুন :