বৈরি আবহাওয়ার কারণে আজ সোমবার সন্ধ্যায় বিপৎজনক হয়ে উঠতে পারে নিউইয়র্ক সিটি। এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। খবর নিউইয়র্ক পোস্টের।
আবহাওয়া অফিসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিপাতের সাথে সন্ধ্যা নাগাদ তাপমাত্রা অনেক কমে যেতে পারে। রূপ নিতে পারে ডিপ ফ্রিজিং ঠাণ্ডার। যা রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এতে বরফে আচ্ছাদিত হতে পারে সড়ক। ঘটতে পারে দুর্ঘটনা।
তাই, ক্ষয়ক্ষতি এড়াতে নিউইয়র্ক সিটি বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। আহ্বান জানানো হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর ঘরেই অবস্থান করতে।