আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্য ডিসি একুশে এলায়েন্স-ডিসিইএ’র উদ্যোগে ‘একুশে একুশ’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ২১ ফেব্রুয়ারি রোববার নিউইয়র্ক সময় সন্ধ্যা ৬ টা এবং বাংলাদেশ সময় ২২ ফেব্রুয়ারি ভোর পাঁচটায় ভার্চুয়ালি চলবে অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন সিনেটর মার্ক ওয়ার্নার। এতে আয়োজক হিসেবে রয়েছে প্রিয় বাংলা ইনক। সহযোগী হিসেবে থাকছে আরলিংটন আর্টস।
আয়োজনের মিডিয়া পার্টনার টাইমস টিভি এবং কো-মিডিয়া পার্টনার নিউইয়র্কের কমিউনিটি নিউজ নেটওয়ার্ক এফএম-৭৮৬।