নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিও এবং কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ড কুইন্স পুলিশ অ্যাকাডেমিতে করোনা টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন।১১ জানুয়ারি সোমবার নিউইয়র্ক পুলিশ সদস্যদের টিকা নেয়ার এই কার্যক্রম ঘুরে দেখেন তারা।
পরে এনওয়াপিডির কুইন্স পুলিশ একাডেমির কর্মকর্তাদের সাথে সাক্ষাত করেন ডি ব্লাসিও রিচার্ড এসময় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে মেয়র বলেন, টিকা গ্রহণের পর আপনাদের মনোবল চাঙা হবে। বাইরে যান এবং নির্ভয়ে নিজ দায়িত্ব পালন করুন। সাথে পরিবারকে জানান আপনারা সুরক্ষিত। এনওয়াইপিডি-র একজন মুখপাত্রের তথ্যমতে, ১১ জানুয়ারি সোমবার ৪,৪৪৩ জন সদস্য কোভিড -১৯ টিকা নিয়েছেন।
এদিকে, মেয়রের তথ্য অনুযায়ী, ১৩ জানুয়ারি মঙ্গলবার করোনার ২৬,৫০০ টির বেশি ডোজ দেয়া হয়েছে। এই সপ্তাহে শহরটিতে ১ লাখ ৫৬ হাজার টিকা দেওয়ার লক্ষ্যের কথাও জানান মেয়র।