আসন্ন ২০২১ সালের নিউইয়র্ক সিটির মেয়োরাল ইলেকশন ঘিরে এক ভার্চুয়াল সভার আয়োজন করেছেন ব্রকলিনের বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস। এতে কুইন্সের মুসলিম নেতা এবং ইমামদের আমন্ত্রণ জানানো হয়েছে।
১৪ ডিসেম্বর সোমবার রাত সাড়ে আটটায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এতে অতিথি হিসেবে থাকবেন ড. জুন্নুন চৌধুরী, ইমাম জামির সাত্তার, মুফতি উবাইদুল্লাহ আবদুল আওয়াল, মাওলানা আবদুল মোকিত, মুফতি মোহাম্মদ ইসমাঈল, মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, ইমাম আজিম খাম, ইমাম জাফির আলী, আরশা জামাল, জয়নাল আবেদিন, মিসবাহ মাহমুদ, কামাল ভূইয়া এবং আরশাদ জামাল।
এতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এরিক অ্যাডামস। জুমের মাধ্যমে হবে অনুষ্ঠানটি। WWW.ERICADAMS2021.COM এই ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে আয়োজনটি।