নিউইয়র্কে করোনায় তিন ঘণ্টার ব্যবধানে প্রবাসী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন-ইঞ্জিনিয়ার খাইরুজ্জামান ও তার ছেলে আবুল বাশার। ১৯ ডিসেম্বর সকালে তারা মারা যান।
নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন তারা। এদিকে, বাবা-ছেলের মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খাইরুজ্জামান ও আবুল বাশারের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে বলে জানা গেছে।
নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে শতাধিক প্রবাসী নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অনেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।