করোনাকালে চরম প্রতিকূল পরিবেশের সম্মুখীন হচ্ছেন নিউইয়র্কের খাদ্য পরিষেবা নারী কর্মীরা। উদ্বেগজনকহারে যৌন নিপিড়নের শিকার হচ্ছেন তারা। মঙ্গলবার প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। খবর কুইন্স ডেইলি ঈগলের।
কুইন্স কলেজ ও ফেয়ার ওয়েজ যৌথভাবে গবেষণাটি করেছে। তাতে বলা হয়েছে, প্রায় ৮০ ভাগ কর্মী জানিয়েছেন করোনা শুরুর পর মার্চ থেকে তারা প্রতিকূল পরিবেশে কাজ করছেন। আর ৬৫ ভাগ নারী দাবি করেছেন তারা যৌন হয়রানির শিকার হয়েছেন।
জরিপে আরও বলা হয়েছে, দুই-তৃতীয়াংশ নারীরা জানিয়েছেন তাদের নিয়োগকর্তারা কোভিড-১৯ সুরক্ষা প্রটোকল অনুসূরণ করছেন না। সবমিলিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গ্রাহক সেবা দিতে হচ্ছে নিউইয়র্কের খাদ্য পরিষেবার নারী কর্মীদের।