ইমাম কাজী মাওলানা মাসুক আহমেদ গতকাল মঙ্গলবার এশার নামাজ শেষে বাসায় ফিরার সময় গাড়ী দূঘটনায় আহত হয়ে হসপিটালের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন । ইমাম মাসুক আহমেদ কুইন্সের হলিস মুসলিম কমিউনিটি সেন্টারের ইমাম ও খতিব ।

দূঘটনার পর সাথে সাথে তাকে এম্বুলেন্সে করে লংআইল্যান্ড হসপিটালে ভর্তি করা হয় । ডা. জোসেফ কিয়ানো’র তত্বাবধানে এক্সরেসহ প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার বাসায় ফিরেছেন । চিকিৎসাধীন ইমাম মাসুক ও তার পরিবার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন ।
দূঘটনার সময় থেকে সার্বক্ষনিক তত্বাবধানকারী মুসল্লি শিকদার মুকতাদির বলেন , দূঘটনার স্পট ও ধরন খুবই গুরতর মেন হয়েছে। আল্লাহর খাছ রহমতে আল্লাহ মাসুক ভাইকে সেভ করেছেন । এ সময় সোহেল আহমেদ ও সাফি সহযোগিতা করেছেন । দূর্ঘটনায় ইমাম মাসুকের গাড়ী ব্যবহারের অযোগ্য হয়ে যায় ।