যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইসলামিক টিভি চ্যানেল আইটিভির উদ্যোগে আইন বিষয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটির নাম দেয়া হয়েছে ‘ল গ্লোব’।
প্রতি রোববার ইউএসএ সময় দুপুর ১২ টা, ইউকে সময় বিকাল ৫ টা এবং বাংলাদেশ সময় রাত ১১ টায় সরাসরি হবে অনুষ্ঠানটি। এতে অতিথি হিসিবে থাকবেন দুই বিশিষ্টজন। তারা হলেন- ইউকের ব্যারিস্টার ও সলিসিটর এম কে হাসান, বাংলাদেশের ট্রাস্ট ব্যাংকের হেড অব লিগ্যাল ডিভিশনের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এমডি জাহিদুল আহসান। অনুষ্ঠানের সঞ্চালকের ভূমিকায় থাকবেন ইউকের লেক্সটেল সলিসিটরস প্রিন্সিপ্যাল ব্যারিস্টার শরীফ এম এন আমিন।