‘ক্রিস্টমাস ডে’ উপলক্ষে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইসলামিক টিভি চ্যানেল আইটিভির উদ্যোগে হয়ে গেল একটি বিশেষ অনুষ্ঠান। যার নাম দেয়া হয়েছিল দ্য ট্রু স্টোরি অব ঈসা (আ.) ফ্রম দ্য হলি কোরআন।
এতে আলোচক হিসেবে যোগ দেন ফিলাডেলফিয়ার মুকাররাম জামে মসজিদের বেনসালেম এন্ড বাইতুল প্রেসিডেন্ট ড. আব্দুল মালিক এমডি, পিএইচডি। ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার নিউইয়র্ক সময় রাত ৯ টায় অনুষ্ঠানটি প্রচারিত হয় আইটিভির পর্দায়।