চেক রিপাবলিকের অ্যাওয়ার্ড জয়ী কণ্ঠশিল্পী মিলি ইয়ানাতকোভা। তিনি গান গাইবেন। আর কবিতা পাঠ করবেন কবি কাজী জহিরুল ইসলাম। ফেসবুক লাইভে এমনই যুগল পারফমেন্স আয়োজন করা হয়েছে ১২ মার্চ বাংলাদেশ সময় রাত দশটায়।
এই তথ্য নিজের ফেসবুকে নিশ্চিত করেছেন কবি কাজী জহিরুল ইসলাম। তিনি লিখেছেন অসাধারণ গান করেন মিলি ইয়ানাতকোভা। তিনি চেক রিপাবলিকের অ্যাওয়ার্ড উইনার কণ্ঠশিল্পী। ১২ মার্চ বাংলাদেশ সময় রাত ১০ টায় ফেইসবুক লাইভে আমাদের যুগল পারফর্মেন্স। গান করবেন মিলি আর কবিতা পড়বো আমি। দেখার বিনীত আমন্ত্রণ।