বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মিশিগানের হ্যামট্রাম্যাক সিটিতে চলছে চার দিনব্যাপি ভ্রাম্যমাণ কনস্যুলার সার্ভিস। ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কার্যক্রম ১ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের ১১৪০৫ কনান্ট অ্যাভিনিউয়ে (কাবাব হাউজ) এ সেবা দেওয়া হচ্ছে।
বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। করোনাভাইরাসের কারণে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মিলছে সেবা। ভ্রাম্যমাণ কনস্যুলার সার্ভিসে ডিজিটাল ই-পাসপোর্ট, পাসপোর্ট নবায়ন, পাওয়ার অব অ্যার্টনি, নো-ভিসা রিকোয়ার্ডসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে। নতুন পাসপোর্টের জন্য আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি প্রদান করতে হবে। নিম্নলিখিত নম্বরে অ্যাপয়েন্টমেন্ট করা যায়। নম্বরগুলো হচ্ছে- ৯১৭-৩৬২-৩৬৭৯, ২৪৮-২৩৮-৯২৪২, ৫৮৬-৫৫৬-০৫২৭, ৩১৩-৬১৫-১৬৩৮, ৩১৩-৯৮৫-৬৫৭৭, ৩১৩-৭০৭-৭৬৭৬, ৩১৩-৯০৩-০৩৫৭, ৩১৩-৪৫০-৫৮৮৭, ৩১৩-৮২৮-৭৫৬২, ৩১৩-৪৫০-৫৮৭৭, ৫৮৬-৫৫৩-৭৫৪৮।