মুসলিম বিশ্বের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতেও করোনার সংক্রমণের শুরুর দিকে মসজিদে নামাজ আদায় বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর চলতি বছরের জুলাইতে মসজিদ খুলে দেওয়া হয়েছে, তবে বন্ধ ছিলো জুমার নামাজ। এবার জুমার জন্যও মসজিদ উন্মুক্ত করে দিয়েছে দেশটির সরকার। ৪ ডিসেম্বর থেকে মুসল্লিরা মসজিদে গিয়ে জুমা আদায় করতে পারবেন।
আমিরাতের জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র সাইফ আল ধাহেরি বলেন, জুমা শুরু হওয়ার ৩০ মিনিট আগে মসজিদ খোলা হবে এবং বন্ধ করা হবে নামাজ শেষ হওয়ার ৩০ মিনিটের মধ্যে। মসজিদে প্রবেশের শর্ত হিসেবে মাস্ক পরা বাধ্যতামূলক। কোনো মুসল্লি মসজিদের দরজার হাতল স্পর্শ করতে পারবেন না। নামাজে দাঁড়াতে হবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে।
আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজারেরও বেশি মানুষ। মৃত্যুবরণ করেছেন ৫৬০ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫০ হাজার ২৬৫ জন।