ক্ষমতার শেষভাগে এসে আরেকটি খারাপ খবর পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার সাথে সকল প্রকার ব্যবসায়ীক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।
আজ ১৩ জানুয়ারি বুধবার সিটি কর্তৃপক্ষ জানায়, ট্রাম্প অর্গানাইজেশনের সাথে তাদের যেসব ব্যবসায়িক চুক্তি রয়েছে, সেগুলো বাতিল করা হবে। ক্যাপিটল হিল কাণ্ডের জেরে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
জানা গেছে, নিউইয়র্ক সিটির সাথে ট্রাম্প অর্গানাইজেশনের বেশকিছু ব্যবসায়িক চুক্তি রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য নিউইয়র্কের ফেরি পয়েন্টে ট্রাম্প অর্গানাইজেশনের গলফ লিংকস, দ্য সেন্ট্রাল পার্ক এবং দ্য উলম্যান এন্ড লাসকারে আইস স্কেটিং রিনকস। তবে এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি ট্রাম্প অর্গানাইজেশন।