‘বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা’র আয়োজনে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে ২৭ ও ২৮ মার্চ (শনি ও রবিবার) দুইদিন ব্যাপী ভার্চুয়াল উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হবে।
শেখ এস আহমেদ সাদী’র উপস্থাপনায় এ আয়োজনে আলোচনা হবে ‘সাহিত্যের পূর্ণতা-প্রকাশনায়।’ আলােচনায় থাকবেন, প্রকাশক ফরিদ আহমেদ, মনিরুল হক, মেজবাহ উদ্দিন আহমেদ, জসিম উদ্দিন এবং লেখক সাংবাদিক জসিম মল্লিক।
সার্বিক যােগাযােগ, আতিকুর রহমান আতিক (সভাপতি) ৯৫৪ ৮১৮ ২৯৭০, সেলিম চৌধুরী (চীফ কোঅর্ডিনেটর) ৪৩৭ ৯২৮ ৯২৭১, কাজী মশহুরুল হুদা (সদস্য সচিব) ২১৩ ৫৯০ ১৫৫৪।
আয়োজনটির গ্র্যান্ড স্পন্সর, ‘সাহিত্যের সেতুবন্ধন।’ মিডিয়া পার্টনার, টাইম্স ২৪। কো-পার্টনার, চ্যানেল ৫২, এফএম৭৮৬ ও প্রবাস বাংলা ইনকো।