হেইওয়া পিস এন্ড রিকোনসিলিয়াশন ফাউন্ডেশন অব নিউইয়র্কের উদ্যোগে অনলাইন লাইভ ইভেন্ট আয়োজন করা হয়েছে। নাম দেয়া হয়েছে-‘পার্ল হারবর মেমোরিয়াল ইন্টারফেইথ পিস প্রেয়ারর্স’। এতে অংশ নেবেন বিশিষ্টজনরা।
আগামী ৮ ডিসেম্বর মঙ্গলবার হুওয়াই সময় দুপুর ২ টা, নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭ টা এবং জাপান সময় সকাল ৯ টায় এটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি যৌথভাবে স্পন্সর করেছে হেইওয়া পিস এন্ড রিকোনসিলিয়াশন ফাউন্ডেশন অব নিউইয়র্ক ও টিয়ারা গ্রুপ। এছাড়াও সহযোগিতায় আছে ইন্টারফেইথ সেন্টার অব দ্য ইউএসএ, দ্য ওয়াল্ড ইয়গা কমিউনিটি, দ্য ওয়াল্ড অ্যাওয়েক, দ্য বুদ্ধিষ্ট কাউন্সিল অব নিউইয়র্ক, দ্য হনুলুলু মায়োহোজি মিশন, দ্য কমিউনিটি অব অ্যাওয়োকিং টু লাভ এন্ড কমপ্যাশন এবং দ্য অরিগার্মি থেরাপি অ্যাসোসিয়শেন। হেইওয়া পিআরএফ ফেসবুকে পেইজে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি