ফিলিস্তিনসহ অপরাপর মুসলিম দেশগুলোর তীব্র আপত্তি স্বত্বেও সম্প্রতি বেশ কয়েকটি আরব দেশ হাত মিলিয়েছে দখলদার ইসরায়েলের সঙ্গে। এর মধ্যে একটি সংযুক্ত আরব আমিরাত। সম্পর্ক স্বাভাবিক করার পর থেকেই দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালিত হচ্ছে। তবে ইসরায়েলে ফ্লাইট চালাতে অস্বীকার করায় তিউনিসিয়ার এক পাইলটকে বরখাস্ত করেছে এমিরেটস এয়ারলাইন্স।
মনিম তাবা নামের ওই পাইলট নিজের ফেসবুক পেজে বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বুধবার এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। মনিম সাহেব তাবা তার ফেসবুক পেজে লিখেছেন, একমাত্র সৃষ্টিকর্তা আছেন, যিনি আমার যত্ন নেন। আমি আফসোস করি না।
এদিকে, তার স্থগিতাদেশের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে দুবাই-ভিত্তিক বিমান সংস্থাটির নিন্দা জানাচ্ছেন অনেকে। পাশাপাশি নিজের অবস্থানের জন্য বরখাস্ত হওয়া পাইলটকে প্রশংসায় ভাসাচ্ছেন তারা।