নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে বাংলাদেশি কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। লুটে নেয়া হয়েছে নগদ টাকা-মালামাল।
চুরি যাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- কৃষ্ণা জুয়েলার্স, গ্লোবাল ট্যাক্স, এভারেস্ট ড্রাইভিং স্কুল এবং কর্ণফুলি ট্যাক্স। গ্লোবাল মাল্টি সার্ভিসের সিইও তারেক হাসান খান, কর্ণফুলি ট্যাক্সের কর্ণধার হাসেম এবং এভারেস্ট ড্রাইভিং স্কুলের প্রধান মাকসুদ ও ডালিয়া। তারা জানান, ১১ জানুয়ারি রোববার বিল্ডিংয়ের পেছনে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এরপর চলে তছনছ-লুটপাট। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি তারা তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের কর্ণধাররা।