সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ এন্ড ট্রেনিং’র উদ্যোগে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২ টা অনুষ্ঠিত হবে এই কর্মসূচি।
স্থান নির্ধারণ করা হয়েছে নিউইয়র্কের কুইন্সের মসজিদ মিশন সেন্টার (হজ ক্যাম্প মসজিদ)। মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচিতে আসার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। আয়োজনে বিশেষ কৃতজ্ঞতায় গেটফুড এনওয়াইসি এবং ড্রিসকল ফুড। মিডিয়া পার্টনার, এফএম-৭৮৬, আওয়াজ বিডি এবং আইটিভি ইউএসএ। (৬৪৬)৩১৮৪৬১৭ -এই নম্বরে সবাইকে যোগাযোগের আহ্বান জানিয়েছেন মাজেদা উদ্দিন, জামিলা আব্দুল করিম এবং সিন্ডি লিয়াং।