শামসুল উলামা আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.)-এর বার্ষিক ঈসালে সাওয়াব উপলক্ষে জীবন ও কর্ম বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
শনিবার (১৬ জানুয়ারি) আমেরিকা সময় রাত ৭:৩০, ইউ কে সময় রাত ১২:৩০, বাংলাদেশ সময় ১৭ ই জানুয়ারী, রবিবার ভোর ৬:৩০ মিনিটে এ সেমিনার আয়োজিত হওয়ার কথা রয়েছে।
এতে প্রবন্দ পাঠ করবেন,মাওলানা এ কে এম নূর, নিউজার্সী, ইউএসএ। আলোচনা করবেন মাওলানা বদরুজ্জামান রিয়াদ, ঢাকা ও মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, ইউ কে ।
গ্লোবাল দাওয়া টেলিভিশন আইটিভির সৌজন্যে অনুষ্ঠিত এ সেমিনারটি সঞ্চালনা করবেন মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।