যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গেল কয়েকদিনে অন্তত ১৫০ প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থঅ খুব একটা ভাল না। হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা। বাকিরা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
এসব তথ্য জানিয়েছেন বাংলানিউজপা'র সম্পাদক শেখ খুরসান। তিনি জানান, পেশাগত দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতার কারণে আক্রান্ত অধিকাংশের সাথে কথা হয়েছে। কারো কারো ওষুধ, BP/ডায়বেটিক মেসিন , থার্মোমিটার, খাদ্য সামগ্রীসহ নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।
করোনা আক্রান্ত কারও কিছু প্রয়োজন হলে বাংলানিউজপার অফিস বা তার সাথে যোগাযোগের আহ্বান জানিয়েছেন শেখ খুরসান। সেক্ষত্রে গোপনীয়তা রক্ষা করে যথাস্থানে তা সরবরাহের চেষ্টা করা হবে বলে জানান তিনি। বাংলানিউজপা'র ওয়েবসাইট www.banglanewspa.com