যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব মিশিগানে নিম্নচাপের কারণে বৃষ্টির সঙ্গে তুষারপাত হচ্ছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার এই বরফ তিন ইঞ্চি পর্যন্ত জমতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিসেবা বিভাগ সোমবার বিকাল ৩টা থেকে শীতকালীন আবহাওয়ার সতর্কতা জারি করেছে। জানা গেছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত ওকল্যান্ড, ম্যাকম্ব, ওয়াশটেনা, ওয়েইন, লেনাও এবং মনরো কাউন্টিগুলোতে শেতপ্রবাহ বইতে পারে।
অন্যদিকে আবহাওয়া সংস্থা জানিয়েছে, সন্ধ্যা ছয়টার পর বরফ পড়া শুরু হবে। বরফের ফলে রাস্তা পিচ্ছিল ও বিপজ্জনক হতে পারে বিধায় সকলকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। আবহাওয়া বিভাগ হুরন, টাসকোলা, সানিলাক, লেপিয়ার এবং সেন্ট ক্লেয়ার কাউন্টিগুলির জন্য সোমবার বিকাল ৩ টা থেকে শীতের আবহাওয়া শুরু হতে পারে বলে সতর্কতা জারি করেছে। জানানো হয়েছে, এই পরিস্থিতি মঙ্গলবার বিকেল ৪ টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া সংস্থা জানিয়েছে, থাম্ব এলাকায় ৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে।