নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট-২৪ এর কাউন্সিল প্রার্থী সোমা সায়ীদকে সমর্থন জানিয়েছে সিলেট সদর সমিতি ইউএসএ ইনক। জ্যামাইকার বিভিন্ন এলাকায় খাদ্য বিতরণের পাশাপাশি চলে প্রচারণা। এতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশি বংশোদ্ভুত এই মার্কিন আইনজীবীকে।

প্রচারণাকালে যোগ দেন সিএজি এবং জ্যামাইকা বাংলাদেশি ক্লাব ইউএস’র নেতৃবৃবন্দসহ কমিউনিটি নেতারা। এসময় তারা সোমা সায়ীদের পাশে থাকার আশ্বাস দেন। আহ্বান জানান, সবাইকে ভোট দেয়ার।অনুষ্ঠানে সিলেট সদর সমিতির প্রেসিডেন্ট দেওয়ান শাহেদ চৌধুরী, সেক্রেটারি হুমায়ুন চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশি ক্লাব ইউএসএর প্রেসিডেন্ট সাইফুল খান হারন উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা জাকির খান, জয়নাল চৌধুরী, বাবু চৌধুরী, আলমগীর হোসাইন, মোহাম্মদ রহমান সুয়েলসহ আরও অনেকে।

হেলথ জাস্টিস জাস্টিস ও ইক্যুয়ালিটিসহ অনেকগুলি লক্ষ্য সামনে নিয়ে কাজ করতে চান সোমা সায়ীদ। কুইন্স কাউন্টি ওমেন্স বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, নিউইয়র্ক স্টেট বার অ্যাসোসিয়েশনের রেফারেল অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের চেয়ারপারসন তিনি।