নিউইয়র্কের জনপ্রিয় কমিউনিটি নিউজ নেটওয়ার্ক এফএম-৭৮৬’র সিনিয়র সাব এডিটর সাঈদ রহমানের বাবা মজিবুর রহমানের সুস্থতায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ ফেব্রুয়ারি শুক্রবার নিউইয়র্কে জুমার নামাজে বিশেষ এই দোয়ার আয়োজন করা হয়। এসময় মজিবুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন মুসল্লিরা।
উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারি বুধবার চাঁদপুরে নিজ বাড়িতে ম্যাসিভ হার্টঅ্যাটাক করেন মজিবুর রহমান। এরপর দ্রুত রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে। ডা. গোলাম আজমের অধীনে ওয়ার্ড নম্বর ৬-তে চিকিৎসাধীন আছেন তিনি। বাবার সুস্থতা চেয়ে সকলের দোয়া চেয়েছেন সাঈদ রহমান।