না ফেরার দেশে চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ। (ইন্না...)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তার মৃত্যুর ঘোষণা দিয়েছে। প্রায় ৫০ বছর ধরে তেলসমৃদ্ধ উপসাগরীয় আরব দেশ কুয়েতের পররাষ্ট্রনীতি তদারকির পর ২০০৬ সালে আমিরের দায়িত্ব নেন তিনি। এবার তার ৮৩ বছর বয়সী সৎ ভাই এবং বর্তমান যুবরাজ শেখ নাওয়াফ আল-আহমেদ নতুন আমিরের দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।