প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলে প্রথমবারের মতো অভিবাসীদের অধিকারের পক্ষে একটি রায় ঘোষণা করা হয়েছে। এখন থেকে নথিপত্রবিহীন অভিবাসীদের গ্রেফতারের পর অনির্দিষ্টকালের জন্য আর বন্দি রাখতে পারবে না যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগ। দশ দিনের মধ্যেই তাদেরকে আদালতে তোলার আদেশ দিয়েছেন নিউইয়র্কের ফেডারেল আদালত।
৩০ নভেম্বর সোমবার বিচারক এলিসন জে নাথান এই রায় দেন। কোনো অভিবাসীকে বিচার ছাড়া অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না বলেও এসময় মন্তব্য করেন বিচারক। সিভিল লিবার্টি গ্রুপের পক্ষ থেকে এই রায়কে বিরাট বিজয় হিসেবে দেখা হচ্ছে।
২০১৬ সালে ক্ষমতায় আসার পর অভিবাসন নিয়ে কড়াকড়ি আরোপ শুরু করেন ট্রাম্প। নথিপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তার করে দীর্ঘদিন আটক রাখে ইমিগ্রেশন বিভাগ। এ নিয়ে নাগরিক অধিকার সংগঠনগুলো মামলা দায়ের করে।