নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি যুবক জাকির হোসেন রুবেলকে শেষপর্যন্ত বাঁচানো গেলনা। ৬ ডিসেম্বর রোববার দুপুরে স্থানীয় বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার অকাল মৃত্যুতে বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।পেশাগত দায়িত্ব পালনকালে সম্প্রতি সিটির ম্যানহাটনে এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হন জাকির হোসেন রুবেল । জানা গেছে, জাকির হোসেন রুবেলের দেশের বাডি নোয়াখালীর সেনবাগ উপজেলার কালারিতা গ্রাম। তিন বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। থাকতেন নিউইয়র্কেই।
এদিকে সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএস ইনক’র পক্ষ থেকে জাকির হোসেন রুবেলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।