ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা তথা ফোবানার ৩৪তম কনভেনশন দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। ‘ফোবানার ছায়ায়, মানুষের মায়ায়’ এই শ্লোগানকে ধারণ করে শুরু হওয়া দুদিন ব্যাপী ভার্চুয়াল এই কনভেনশন প্রথম দিন ছিলো গতকাল ২৮ নভেম্বর। দ্বিতীয় দিনের শুরুতেই হয়েছে দুই ঘণ্টাব্যাপী সেমিনার।
একটানা রাত ১২টা পর্যন্ত চলবে দ্বিতীয় দিনের কর্মসূচি। অনুষ্ঠানের মধ্যে রয়েছে কমিউনিটির বিভিন্ন সংগঠনের পরিচিত ও তাদের কার্যক্রম নিয়ে আলোচনা। এককভাবে অনেক কমিউনিটি নেতা কিংবা বিশিষ্টজনরা বক্তব্য রাখবেন। এছাড়া থাকছে বৈশাখি মেলা, ফোবানা স্কলারশিপ অ্যাওয়ার্ড, ফোবানা কালচারাল অ্যাওয়ার্ডসহ আরো বিভিন্ন আয়োজন।
দ্বিতীয় দিনের মূল আকর্ষণ হিসেবে থাকছে বেশ কয়েকটি একক পরিবেশনা। নিউ জার্সি থেকে থাকছেন গায়ত্রী শর্মা, ভার্জিনিয়া থেকে সীমা খান, নিউইয়র্ক থেকে তৃণীয়া হাসান ও চন্দন চৌধুরী। শেষদিকে বাংলাদেশ থেকে যুক্ত হবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার, সাজিয়া সুলতানা পুতুল, রিদ্ধি বন্দোপাধ্যায়সহ আরো অনেকে।