যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইসলামিক টিভি চ্যানেল আইটিভিতে প্রতি রোববার সরাসরি সম্প্রচারিত হচ্ছে আইন বিষয়ক অনুষ্ঠান ল’ গ্লোব। আজ ১৭ জানুয়ারি রোববার অনুষ্ঠানটির চার নম্বর পর্বে থাকছে চমক। আমন্ত্রণ জানানো হয়েছে ২ বিশেষ অতিথিকে।
অতিথিরা হলেন- ইউকে’র সলিসিটর মীর বেলাল হোসাইন শরীফ এবং কাতারের কাজী তানিম। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন ইউকে’র লেক্সটেল সলিসিটরসের প্রিন্সিপাল ও ব্যারিস্টার শরীফ এম এন আমিন।
ইউএসএ সময় দুপুর ১২ টা, ইউকে সময় বিকাল ৫ টা এবং বাংলাদেশ সময় রাত ১১ টায় আইটিভি ইউএসএ'র পর্দায় সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি।