নিউ জার্সির বার্লিংটন কাউন্টির একটি বাড়িতে অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীর হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে, ইন্ডিয়ানাপলিস অঙ্গরাজ্যে একটি বাড়িতে বন্দুকধারীর হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। একে, গত এক দশকের মধ্যে অঙ্গরাজ্যটির সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে আখ্যা দিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, দেশটিতে বন্দুক হামলার ঘটনা ডোনাল্ড ট্রাম্পের গেল চার বছরের আমলে আশঙ্কাজনক হারে বেড়ে যায়। নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার দায়িত্ব নেয়ার চার দিনের মাথায় ভয়াবহ এই বন্দুক হামলার ঘটনা ঘটলো। পরিসংখ্যান মতে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বিশ্বে যেকোনো দেশের চেয়ে বেশি।