বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ।
এক শোক বার্তায় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক এই সিনিয়র সহ সভাপতি জানান, বরেণ্য এই রাজনীতিবিদের প্রস্থান দেশের জন্য অপূরণীয় ক্ষতি। এ শোক সইবার নয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দেশ ও প্রবাসের সবার কাছে দোয়া চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিকি বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ।
উল্লেখ্য, ১৬ মার্চ মঙ্গলবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরেণ্য এই রাজনীতিবিদ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।