নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদ। সহযোগিতায় ছিলো মুক্তিযুদ্ধের সম্মিলিত স্বপক্ষ শক্তি। ৩০ ডিসেম্বর বুধবার নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজারে এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরালের সামনে কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস সেপুলভেদা। আয়োজক কমিটির আহ্বায়ক মো. নূর উদ্দিনের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র প্রবাসী সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের মেম্বার সেক্রেটারী যুবলীগ নেতা শেখ জামাল হোসেনের পরিচালনায় চলে অনুষ্ঠান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা, প্রধান সমন্বয়কারী সাইদুর রহমান লিংকন, ইভেন্ট কমিটির সমন্বয়কারী নূরুল ইসলাম এবং সদস্য সচিব রাহেল হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিয়া মো. দাউদ, সালেহ চৌধুরী, আবদুর রহমানসহ আরও অনেকে। কর্মসূচি শেষে বিনামূল্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।