যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দ্বিতীয় প্রণোদনা বা স্টিমুলাস প্যাকেজ অবশেষে পাস হতে যাচ্ছে।
সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে ৯০ হাজার কোটি ডলারের প্রণোদনা প্যাকেজের আওতায় বেকার ভাতা বাবদ অতিরিক্ত জনপ্রতি সপ্তাহে ৩০০ ডলার ১১ সপ্তাহ পর্যন্ত রাখা হয়েছে। ৭৫ হাজার ডলারের নিচে যাদের আয় সেইসব দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের জনপ্রতি ৬০০ ডলার করে সরাসরি চেক বিতরণ। স্বামী-স্ত্রী পাবেন ১২০০ ডলার। অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্ক ৬০০ ডলার জনপ্রতি। যদি আপনার পরিবারে স্বামী-স্ত্রীসহ চার জন হন তাহলে ২৪০০ ডলার। ফেডারেল বেকারভাতা ৩০০ ডলার ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে পারে।